নিউজ ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “দেশটা আমাদের সবার আগে। দেশকে ধ্বংস করে, দেশের স্থিতি নষ্ট করে, আজকে বিভিন্ন অপশক্তিকে মদদ দেওয়া হচ্ছে। আর এসব অপশক্তির মদদ দিচ্ছে বিএনপি। ” মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল রবিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, এ অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। তারাই এ অপশক্তিকে মদদ দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা করছে। তা না হলে তাদের এতটা আসকারা পাওয়ার কথা ছিল না।
রবিবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মৃতিসৌধে ফুল দেন।