নিউজ ডেস্ক:‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ছিল জিরো টলারেন্স। সেই লক্ষে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজের বিলম্ব যেখানে, দুর্নীতি সেখানেই। কোনো ক্রমেই যাতে কাজের বিলম্ব না হয়, সে জন্য নতুন নতুন পরিকল্পনা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।’ গতকাল শনিবার দুপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।‘জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ছিল জিরো টলারেন্স। সেই লক্ষে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। কাজের বিলম্ব যেখানে, দুর্নীতি সেখানেই। কোনো ক্রমেই যাতে কাজের বিলম্ব না হয়, সে জন্য নতুন নতুন পরিকল্পনা করছে জনপ্রশাসন মন্ত্রণালয়।’ গতকাল শনিবার দুপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী এখানে উপস্থাপন করছে। যাতে প্রতিটি জেলা সে অনুযায়ী কাজ করতে পারে। এর মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। আমাদের দেশ হবে বিশ্বের উন্নত দেশের মধ্যে একটি দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন নতুন লক্ষ্য নিয়ে দেশকে তৈরি করছেন।’ মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলান বিভাগীয় কমিশনার ড. মো. আনোয়ার হোসেন হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. হুমায়ন কবীর, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তাফা কামাল, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন ও মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। স্বাগত বক্তব্য দেন মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং মেলায় খুলনা বিভাগের ১০টি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করে। এ সময় প্রতিটি স্টল ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এদিন শনিবার বিকেলে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত খুলনা বিভাগীয় ইনোভেশন প্রোগ্রামের আওতায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলাসহ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বিকাশ কুমার, জেলা প্রশাসক মো. আতাউল গনি, অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।