বিপুল পরিমান ভারতীয় ওষুধসহ একজন আটক

0
10

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি থেকে বিপুল পরিমান ভারতীয় ওষুধসহ আইয়ুব খাঁন (২৫) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল শনিবার দুপুরে সাধুহাটি বাসন্ট্যান্ড থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত আইয়ুব খান রাজবাড়ী সদর উপজেলার কোলা এলাকার মৃত খায়ের মোহাম্মদ খানের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ভারত থেকে বিপুল পরিমান ওষুধ অবৈধভাবে আনা হচ্ছে। খবর পেয়ে সাধুহাটি এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় ঔষধসহ আইয়ুব খানকে আটক করা হয়। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।