চুয়াডাঙ্গায় প্রসূতির মৃত্যু, আঁখি তারা ক্লিনিক পরিদর্শনকালে সিএস ডা. মারুফ হাসান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার সদর হাসপাতাল সড়কে অবস্থিত আঁখি তারা জেনারেল হাসপাতাল নামক ক্লিনিকে চিকিৎসকদের অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনায় আঁখি তারা ক্লিনিক পরিদর্শন করেছেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তিনি এ ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি ক্লিনিকের পরিবেশ, চিকিৎসা-সরঞ্জাম ও অপারেশন থিয়েটার ঘুরে ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে সিভিল সার্জন জানান, ‘ডাক্তারের বিরুদ্ধে চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু ও অনুমোদনহীন ক্লিনিক পরিচালনার অভিযোগ পেয়ে আঁখি তারা ক্লিনিক পরিদর্শন করেছি। সেখানে প্রসূতি আমেনা খাতুনের অপারেশনের ফাইল ও ব্যবস্থাপত্র যাচাই করে দেখা হয়েছে। এতে কোনো ত্রুটি পরিলক্ষিত হয়নি। তবে ক্লিনিকটির অনুমোদন এখনো সম্পন্ন হয়নি। অনুমোদনহীন ক্লিনিকেই তাঁরা চিকিৎসাসেবা চালু করেছেন। অনুমোদনহীন ক্লিনিক পরিচালনা করা বৈধ নয়। আগামীকাল (আজ) রোববার আমার অফিসের নিয়মিত কার্যক্রম শুরু হলে বিধিমালা দেখে ওই ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’