বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

0
8

আ.লীগের নেতা-কর্মীদের বাসা এখন ব্যাংকে পরিণত হয়েছে

নিউজ ডেস্ক:বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপির নেতা-কর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি।বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শরীফুজ্জামান শরীফের নির্দেশনায় গতকাল সোমবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন বিএনপির নেতা-কর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুবক্কর সিদ্দিক আবুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি। চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিমের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, সদর থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক তরিকুল আলম জোয়ার্দ্দার বিলু, বাড়াদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সাবেক সহসভাপতি ইনতাজ আলী, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, হাজিজুল ইসলাম মুক্ত, সাবেক দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর থানা যুবদলের সাবেক আহ্বায়ক মাহাবুল হক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস আই সুমন, জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম, আজিজুল ইসলাম আজিজুল, হাফিজুর ইসলাম হ্যাপি, রিণ্টু মহলদার, অপু মালিক, হাফিজুর, মশিউর রহমান, আরিফুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, প্রচার সম্পাদক মাবুদ সরকার, মামুন হাসান, শিল্পবিষয়ক সম্পাদক শাহাজামাল, এস এম হাসান, রুবেল হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্রদলের নেতা সোহেল সিদ্দিকী সোহেল, ইকবাল আহমেদ, রাজা, ছোটন, তানভীর ইনায়েত জিতু, মোস্তাফিজুর কনক, ওমর ফারুক সুমন, রাসীব, সম্পদ, কানন, আরাফাত, আরিফুল ইসলাম, আরমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, এ সরকারের অধীনে কোনো কিছু নিয়ন্ত্রণে নেই। গণতন্ত্র হত্যা করে বেগম জিয়াকে জেলে বন্দি করে রেখেছে। মানুষের বাক স্বাধীনতাকে কণ্ঠরোধ করে একের পর এক বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছে। কিছু দিন আগে গ্যাসের দাম বৃদ্ধি করে এবার বিদ্যুৎ ও পানির দামও বাড়িয়েছে। এতে গরিব ও মধ্যবিত্তদের পরিবারে দুর্যোগ নেমে আসবে। বক্তারা আরও বলেন, এই সরকারের পতন অনিবার্য। আন্দোলন শুরু হলে পালানোর পথ পাবে না। তাদের দলীয় নেতা-কর্মীদের বাসা এখন ব্যাংকে পরিণত হয়েছে। পাওয়া যাচ্ছে টাকার খনি। কেউ কেউ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সাধারণ মানুষের প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াচ্ছে, যা কোনোদিন এ দেশের জনগণ মেনে নেবে না।