নিউজ ডেস্ক:
দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ফলে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ শনিবার সিংড়া উপজেলার কৈগ্রামে ১০০ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
পলক বলেন, বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে গ্রামীণ জনপদের মানুষেরা উন্নয়নমূলক নানা রকম কার্যক্রমে নিজেদের নিয়োজিত করতে পেরেছেন।
তিনি বলেন, দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সুফল হিসেবে সিংড়া উপজেলায় গত ৮ বছরে ৩৫ হাজার গ্রাহকের বাড়িতে নতুন সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগের ফলে গ্রামীণ জনপদের মানুষেরা সাচ্ছন্দে জীবন যাপন করতে পারছেন। তারা উন্নয়নমূলক নানা রকম কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে পারছেন। এতে করে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনায় ২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
রামানন্দ-খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার সরকারের সভাপতিত্বে বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ ও সহ-সভাপতি আব্দুল ওয়াদুদু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদরিস আলী প্রমুখ।
২৩.৮৭ লাখ টাকা ব্যয় করে ১.৬৯ কি.মি. লাইন নির্মাণের মাধ্যমে কৈগ্রাম, নলপুকুরিয়া, আনুলিয়া পাড়া ও কয়াপাড়া গ্রামের ১০০ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১।