২০১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সীমান্তে ভারতের সঙ্গে অনেক অসম চুক্তি করেছে আগের সরকার। সে কারণে এখন সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ রোববার (১২ জানুয়ারি) সকালে সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এ মন্তব্য করেন।
বর্ডারে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া ইস্যুতে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দুই দেশের এই সমস্যা সমাধান করবে। আগামী ফেব্রুয়ারিতে দুই দেশের ডিজি (মহাপরিচালক) পর্যায়ে বৈঠক হবে। সেখানে এ বিষয়টি উত্থাপন করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, আশা করছি এই সমস্যা আর থাকবে না ভারতের সঙ্গে।
বর্ডার ইস্যুতে ভারতের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় যোগাযোগ করছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, শিগগিরই সমস্যার সমাধান হবে। এছাড়া বিজিবি-বিএসএফের সহায়তায় এখন চাপাইনবাবগঞ্জ, নওগাঁ এবং লালমনিরহাটের পাঁচটি বর্ডার এলাকা বন্ধ আছে।
তিনি আরও বলেন, জিরো লাইনের বাইরে কাঁটাতারের বেড়া দেয়ার কথা ছিল, তারা দিছে জিরো লাইনের ওপরে।