নিউজ ডেস্ক:
রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে করা বিস্ফোরক আইনের এ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আদালত পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হাবিব উন নবী খান সোহেল ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ। এ মামলার মোট আসামি ৩০ জন। তাঁদের মধ্যে ১০ জন জামিনে আছেন। আর দুজন জেলহাজতে আছেন। মামলার অভিযোগপত্র আমলে নিয়ে অনুপস্থি ১৮ আসামির বিরুদ্ধে বিচারক গ্রেফতারি পরোয়ানা জারি করেন।