খোকা ছিলেন গৌরবময় সংগ্রামী ইতিহাসের পা-ুলিপি
নিউজ ডেস্ক:স্বদেশ স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক দিবস পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী এ শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা বিএনপির দলীয় কালো পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাদেক হোসেন খোকা ছিলেন ‘গৌরবময় সংগ্রামী ইতিহাসের পা-ুলিপি’।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, ইলিয়াছ হোসেন, এম এ কে খায়রুল বাশার, শেখ সাঈদ আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা ইদ্রিস আলী দেওয়ান, তোজাম্মেল আযম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জুলফিকার আলী ভুট্টো, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেণ্টু, সহসভাপতি ফজলু খান, হাবিব ইকবাল, মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবু ইউসুফ মিলন, তারিফ খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, মৎস্যজীবি দলের সভাপতি গুরুদাস হালদার, জেলা জাসাসের আহ্বায়ক মাহফুজুর রহমান অশেষ, সাধারণ সম্পাদক বাকাবিল্লাহ, জেলা ছাত্রদলের সহসভাপতি আকিব জাভেদ সেনজিনসহ জেলা বিএনপির নেতারা। আলোচনা সভা পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।