নিউজ ডেস্ক:
বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য’ এর চিত্র প্রদর্শন করবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ। আগামী ১৬ ও ১৭ জানুয়ারি সোম ও মঙ্গলবার শিল্পকলা একাডেমির চিত্রশালায় এ চিত্র প্রদর্শনী হবে।
রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ চিত্র প্রদর্শনী উপলক্ষে আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে একটি আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় সভাপতিত্ব করবেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
এ ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তি এবং বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাসের শিকার হওয়া অনেকেই আলোচনা সভায় উপস্থিত থাকবেন।