নিউজ ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কারা কারা গুম হয়েছে তাদের তালিকা চাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন কত শ মানুষ গুম আর খুনের শিকার হয়েছিল তার হিসাবও চাই।’
আজ শুক্রবার ময়মনসিংহ শহরের চরপাড়ায় একটি ফুট ওভারব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘ফরহাদ মজহার সাহেবের বিষয়টা কী সেটার উত্তর ফরহাদ মজহার সাহেব তিনিই দিয়েছেন। তিনি বলেছেন সরকারকে দেশে-বিদেশে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য তাঁকে অপহরণ করা হয়েছিল। আমি এ জন্য বলি আজ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের একটা চক্রান্ত চলছে।
জনগণকে এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমি সবার কাছে আহ্বান জানাব, সবার আগে দেশ। দলের বিরুদ্ধে দলের ক্ষোভ থাকতে পারে। অভিযোগ থাকতে পারে। কিন্তু এমন কিছু কেউ করবেন না যাতে দেশের কোনো ক্ষতি হয়। আগামীতে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। সে নির্বাচনে অংশ নিতে সবাইকে অনুরোধ জানাই।
ময়মনসিংহ শহর অনেক জনবহুল শহর উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘এখানে ফ্লাইওভার করার মতো স্পেস নাই। যানজট নিরসনে ইন্টারসেকশন নির্মাণকাজ চলছে। তবে ব্রহ্মপুত্র নদে আরেকটি ব্রিজ করার চিন্তা করছি।’
এর আগে ওবায়দুল কাদের ফিতা কেটে ওভারব্রিজের উদ্বোধন ও মোনাজাত শেষে ব্রিজের ওপর গিয়ে জনগণকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, ফুলবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য মোসলেম উদ্দিন, নান্দাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মো খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রকিকুল ইসলাম রকিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকৌশলী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স, ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকৌশলীরা ফুটওভার ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন করেন। গত ১৫ নভেম্বর ওভারব্রিজটির নির্মাণকাজ শুরু হয়। শেষ হয় ৩০ জুন। ওভারব্রিজটির দৈর্ঘ্য ১৫ মিটার । তা নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি ১০ লাখ টাকা। ফুট ওভারব্রিজ নির্মাণের মাধ্যমে ময়মনসিংহ চারলেন মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হলো বলে সেতুমন্ত্রী জানান।