সুমন আলী খান, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে অভিযান চালিয়ে ১৪শ ৯০ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক মাদক দ্রব্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মিরপুর ভিতর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর ভিতর বাজার এলাকায় ইটালী প্রবাসীর বাড়ির ৪র্থ তলায় থানার এসআই মফিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ১৪শ ৯০ পিস ইয়াবাসহ ৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হল, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কালিচং গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল মোতাল্লিব প্রকাশ জলফু মিয়া (৩০)। বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামের মুত আব্দুস ছোবান মিয়ার ছেলে শামসু মিয়া (৩৫)। শায়েস্তাগঞ্জ থানার সাবাজপুর এরাকার মো: লাল মিয়ার ছেলে নিশাত মিয়া (২৪), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া (কুমিল্লাপাড়া)এলাকার ইদ্রিস মিয়ার ছেলে রমজান মিয়া (৩০)। বাহুবল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে মো: ইমাম উদ্দিন (৩২)। একই উপজেলার সিংহনাথ গ্রামের আব্দুল হকের ছেলে কাজল মিয়া (৩৮), ও দৌলতপুর গ্রামের মৃত আব্দস শহিদের ছেলে আব্দুল হান্নান (৪০)। হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে।