নিউজ ডেস্ক:
‘‘মহেন্দ্র সিং বাহুবলী কো জিনা হোগা’’ এই সংলাপ মনে করলেই বহু দর্শকের চোখের সামনে ভেসে ওঠে এক মহিলার চিত্র। রক্তচক্ষু আর দৃপ্ত কণ্ঠে এক শিশুকে বাঁচানোর চেষ্টা করছেন সেই মহিলা। খুব চেনা এই দৃশ্যটি ‘বাহুবলী’-র প্রথম পর্বের।
কিছুদিন আগেই নেটফ্লিক্স ঘোষণা করেছিল, এই ডিজিট্যাল প্ল্যাটফর্মে দেখানো হবে রাজমাতা শিবগামীর জীবন কেমন ছিল। ইতিমধ্যেই সিরিজের টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স। ওয়েবসিরিজটের নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী বিফোর দ্য বিগিনিং।’
‘দ্য রাইজ অফ শিবগামী’— আনন্দ নীলকান্তের লেখা এই বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ওয়েব সিরিজ। ওয়েব সিরিজে মোট ৯টি এপিসোড থাকবে। সিরিজে শিবগামীর উত্থান, কীভাবে তিনি সাম্রাজ্য গড়েছিলেন সমস্তই দেখানো হবে এই সিরিজে।
প্রথন সিজনের পরে দ্বিতীয় সিজনও দেখাবে নেটফ্লিক্স। এমনই জানা গিয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। কিন্তু এই ওয়েব সিরিজে প্রভাসকেই বাহুবলীর চরিত্রে দেখা যাবে কি না, তা এখনও জানা যায়নি। কবে রিলিজ করবে তাও এখনও জানায়নি নেটফ্লিক্স।
You witnessed the Mahishmati Empire in all its glory. Now witness its rise. Baahubali: Before the Beginning coming soon. pic.twitter.com/csPODOcXdt
— Netflix India (@NetflixIndia) August 2, 2018