নিউজ ডেস্ক:
খরগোশ ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। তবে ছোট খরগোশ শুধু খায় আর ঘুমায়, এই প্রচলিত বাক্যকে মিথ্যা প্রমাণিত করল বিনি নামের এক ছোট খরগোশ।
বিনি বাস্কেটবল খেলতে পারদর্শী। শুধু তাই নয়, ইতিমধ্যে এই বিনি নিজের বাস্কেটবল খেলার দক্ষতায় বিশ্ব রেকর্ড গড়েছে। মাত্র এক মিনিটের মধ্যে বহুবার বাস্কেটে বল ঢুকিয়ে বিশ্ব রেকর্ড তৈরি করেছে এই ছোট্ট খরগোশটি।
ইসরায়েলে বিনির জন্ম হলেও সে এখন ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। বিনির মালিক সাহই আসোর তাকে বাস্কেটবল খেলা শিখিয়েছেন। নিজের বাস্কেটবল কোর্টে ছোট্ট বিনিকে খেলা শিখিয়েছেন তিনি।
এক মিনিটে বিনি সাতবার বাস্কেটে বল ঢুকিয়ে বিশ্ব রেকর্ড করেছে। বিনির মালিক জানান, বিনি অন্য খরগোশদের তুলনায় অনেকটাই বেঁটে কিন্তু তাও বিনির বাস্কেটবল শেখার প্রতি অদম্য ইচ্ছাই আজ তাকে এই জায়গায় এনেছে।
‘বিনি: দ্য বানি’র ফেসবুক পেজে ২ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে।
যেখানে বিনির বাস্কেটবল খেলার ভিডিও পোস্ট করা হয়েছে। প্রায় ১৩ লক্ষেরও বেশি জন সেই ভিডিও দেখেছে। বর্তমানে বহুমুখী প্রতিভা এই বিনি খুবই জনপ্রিয় একটি খরগোশ।