নিউজ ডেস্ক:
বাসে চড়ে বাসায় ফিরলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিল থেকে বাসে চড়ে মিন্টু রোডের বাসায় ফেরেন তিনি।
এদিন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত সরকারি কর্মচারি কল্যাণ বোর্ডের ২৮টি গাড়ির উদ্বোধন করেন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। উদ্বোধন শেষে তিনি গাড়ি চালককে বলেন, ‘অনেকদিন দেশে বাসে চড়ি না, আমি বাসে চড়েই বাসায় ফিরতে চাই। আমাকে একটু এগিয়ে দেন। ‘
এরপর ওই বাস তাকে বাসায় পৌঁছে দিয়েছে। এ সময় বাসে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, কর্মচারি কল্যাণ বোর্ডের মহাপরিচালক শিরীন আখতারসহ সংশ্লিষ্টরা।
এ প্রসঙ্গে শিরীন আখতার একটি গণমাধ্যমকে বলেন, প্রতিদিন ১০ হাজার সরকারি কর্মচারিকে আমরা সাভার, গাজীপুর, নারায়নঞ্জ, নরসিংদী থেকে সচিবালয়সহ রাজধানীর কয়েকটি অফিসে আনা নেওয়া করি। এসব বাসের মধ্যে ২৮টি বাস প্রতিস্থাপন করা হয়েছে। পুরনো জরাজীর্ণ বাস তুলে দিয়ে নতুন বাস নামানো হয়েছে। সেই ২৮টি বাসই উদ্বোধন করেছেন জনপ্রশাসন মন্ত্রী। উদ্বোধন শেষে তিনি বাসে চড়েই বাসায় ফেরেন।