বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী, পিতাকে জরিমানা

0
11

নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল হারদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সালমা আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী। এ ঘটনায় গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে মোবাইল কোর্টের মাধ্যমে কনের পিতাকে আটক করে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী সালমা আক্তারের কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহা ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গার গ্রামে বিবাহের আয়োজন করেন পরিবারের লোকজন। গতকাল দুপুরে প্রশাসনিক হস্তক্ষেপে বরযাত্রী আসার আগেই বাল্যবিবাহটি বন্ধ করা হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে স্কুলছাত্রীর পিতা শরিফুল ইসলামকে আটক ও তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না মর্মে লিখিত মুচলেকা নিয়ে তাঁকে মুক্তি দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন আলমডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী।