নিউজ ডেস্ক:
ফুটবলীয় কৌশলে বাবার পথেই হাঁটছে জুনিয়র রোনালদো। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ফ্রি কিকে দারুণ এক গোল করেছেন রোনালদো জুনিয়র। কিক নেওয়ার সময় ছেলের দাঁড়ানোর ভঙ্গি, দৌঁড়, একমনকি শট নেওয়ার ভঙ্গিও ছিল একবারে বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই।
কয়েকদিন আগে নিজের ইনস্ট্রাগামে এই ভিডিওটি শেয়ার করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তারপরই এটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে আরো দেখা যায়, ডি বক্সের খানিক বাইরে বল নিয়ে ঢোকার সময় প্রতিপক্ষের ট্যাকলের শিকার হয় রোনালদোপুত্র। উঠে দাঁড়িয়ে ফ্রি কিকটাও নেয় সে। বাবা যেভাবে দুই পা ফাঁকা করে কোনাকুনি দাঁড়ান, যেভাবে নিঃশ্বাস নেন, এমনকি দৌড় শুরু করার সময় বুক ভরে বাতাস নেওয়ার ক্ষেত্রেও বাবাকে অনুকরণ করল ক্রিস্টিয়ানোর জুনিয়র। দেখুন সেই ভিডিওটি-
সূত্র: দ্যা সান