নিউজ ডেস্ক:
জন্ম থেকেই চোখে দেখতে পান না। কিন্তু এর জন্য কোনও দিন আক্ষেপ করেননি। তবে নিজেকে কারও থেকে কমও ভাবেননি। তিল তিল করে নিজেকে গড়ে তুলেছেন সংগীতের মাধ্যমে। সেই সংগীতের হাত ধরেই নতুন রেকর্ড গড়লেন ভারতের মালায়লম সংগীতশিল্পী ভায়াক্কম বিজয়ালক্ষ্মী। একটানা ৬৭টি গান বাজালেন বাদ্যযন্ত্র গায়ত্রী বীণায়।
এই বাদ্যযন্ত্রে এর আগে ৫১টি গান বাজানোর রেকর্ড রয়েছে। বিজয়ালক্ষ্মী বাজাতে বসেছিলেন ৫২টি গান বাজানোর লক্ষ্য নিয়ে। কিন্তু বাদ্যযন্ত্র বাজানোর সময় এতটাই বিভোর হয়ে যান যে একই সঙ্গে ৬৭টি গান বাজিয়ে ফেলেন এই মালায়লম শিল্পী। বিজয়ালক্ষ্মীর এই কীর্তির ভিডিও রেকর্ডিং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পাঠাবেন উদ্যোক্তারা।
তবে সংগীতের নতুন ধাপে পৌঁছানোটাই সেরা পাওনা বিজয়ালক্ষ্মীর কাছে। কারণ সংগীতই তার জীবনে সব। সেই কারণেই যখন প্রেমিক বিয়ের জন্য সংগীত ছাড়ার শর্ত রেখেছিলেন, বিয়ে ভেঙে দিয়েছিলেন বিজয়ালক্ষী। তা নিয়ে আজও আক্ষেপ নেই তার। কারণ সংগীতই তার ধ্যান, জ্ঞান, ভালবাসা, শ্রদ্ধা সবকিছু।