নিউজ ডেস্ক:
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
গতকাল শুক্রবার রাজধানীর নিউমার্কেট, জিগাতলা, হাতিরপুলসহ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে সবজির দামের এ চিত্র পাওয়া গেছে।
গত সপ্তাহে তুলনায় প্রতি কেজি বেগুন ১৫ টাকা বেড়ে বিক্রি হয়েছে ৭০ থেকে ৮০ টাকা, শসা প্রতি কেজি ৫ টাকা বেড়ে ৪০ টাকা। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
করলা কেজি প্রতি ৪০ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা, ঝিঙা ৪০ থেকে ৫০ টাকা, পটল ৩০ টাকা, পেঁপে ৩০ টাকা, মূলা ৪০, কচুর লতি ৫৫ টাকা, টমেটো ৬০ টাকা, ভারতের টমেটো ১০০ টাকা, কাঁচামরিচ ১৫ টাকা বেড়ে ৬০ টাকা, লাউ প্রতি পিস ৪৫ টাকা, মিষ্টি কুমড়া প্রতিটি ৪৫ থেকে ৬০ টাকা, গাজর ৫০, কাঁকরোল ৫০ টাকা, পুঁইশাক প্রতি আটি ২০ টাকা, লালশাক ১০ টাকা ও লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা, ধনে পাতা আটি ১০ থেকে ১৫ টাকা।
এ ছাড়া বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১০৫ টাকা এবং খোলা সয়াবিন তেল কেজি প্রতি ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আগের দামেই বিক্রি হচ্ছে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ টাকা, দেশি মুরগি ৩০০ থেকে ৪০০ টাকা পিস। লেয়ার মুরগি ২৪০ টাকা ও পাকিস্তানি লাল মুরগি আকারভেদে ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।