মেহেরপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম মেহেরপুর জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। গতকাল দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা কেন্দ্রীয় অফিস কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি সাইদুর রহমান সজল এক আলোচনা সভা শেষে এ কমিটির অনুমোদন ঘোষণা করেন। এসময় সেখানে সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক মাহামুদা মুস্তাকিম রুবীসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এ্যাড. আব্দুল আল মামুন (রাসেল) কে আহবায়ক ও কৌশিক আহম্মেদ কে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ঘোষণা দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইদুর রহমান সজল । সদস্যরা হলেন আক্তারুজ্জামান বাবু, মিজানুর রহমান, মোঃ শাহিন, এ্যাড. রাশিদুল হক জুয়েল, রাকিব হোসেন, মোকলেছুর রহমান, আনোয়ার হোসেন, লাবলু, সালাউদ্দিন।