বাংলাদেশি টাকা ভারতে পাচারের সময় আটক ১

0
7

নিউজ ডেস্ক:বাংলাদেশি টাকা ভারতে পাচারের সময় বিজিবির হাতে আটক হয়েছেন আমজাদ হোসেন নামের এক টাকা পাচারকারী। তিনি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুন তেঁতলিয়া গ্রামের জাহাবক্স মল্লিকের ছেলে। ৫৮ বিজিবির উপ-অধিনায়ক কামরুল হাসান গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ৫৮ বিজিবির অধীনস্ত কুসুমপুর বিওপির টহলদল গোপন সূত্রে খবর পেয়ে বৃত্তিপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে ৩৮ হাজার ৫ শ টাকাসহ তাঁকে হাতেনাতে আটক করেন। আটক আসামিকে নগদ টাকা, মোবাইল, সিম কার্ডসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।