এবার জানা গেল, গতকাল (৮ নভেম্বর) মধুচন্দ্রিমার উদ্দেশ্যে দুবাইয়ে উড়াল দিয়েছেন নেহা কক্কর ও রোহনপ্রীত সিং। দুজনের ইনস্টাগ্রাম স্টোরি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে, দুবাইয়ের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন এই নবদম্পতি। সেখানে তাঁরা যে স্যুটে রয়েছেন, সেটি ফুল আর বেলুনে সাজানো। ফুল দিয়ে সাজানো হয়েছে নবদম্পতি নেহা ও রোহনপ্রীতের শয্যাও। বলিউড শাদিস ডটকম একটি ভিডিও শেয়ার করেছে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
প্রথমে গানের প্রচারণার জন্য চালাকি মনে হলেও সেই গুঞ্জন উড়িয়ে নেহা সত্যিই বিয়ে করেন দীর্ঘদিনের বন্ধুকে। তার আগে ‘নেহু দ্য বিয়া’ শিরোনামে ২১ অক্টোবর নতুন গান মুক্তি পায় নেহা কক্করের, যে গানের কথা ও সুর করেছেন নেহা নিজেই। এই গানে দেখা গেছে নেহা-রোহনপ্রীতকে।