বর্ধিত স্কেলে বেতন : কেরুজ শ্রমিকদের মুখে হাসি

0
12

নিউজ ডেস্ক:সুবিধা বঞ্চিত কেরুজ মজুরী কমিশনের চুক্তিভিত্তিক শ্রমিকদের মুখে আনন্দের হাসি ফুটেছে কেরু ক্যাম্পাস এলাকায়। সরকার কর্তৃক সর্বশেষ ও ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্ধারণকৃত বর্ধিত স্কেলে বেতন পাবে চলতি মাস থেকে। এতে মজুরী কমিশনের কেরুজ ডিষ্টিলারী বিভাগের বিলাতি মদ উৎপাদন শাখার সকল চুক্তিভিত্তিক শ্রমিকসহ কেরুজ সকল বিভাগের চুক্তিভিত্তিক শ্রমিকরা সভাপতি তৈয়ব আলী ও সাধারণ সম্পাদক মাছুদুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। বিভাগীয় পর্যায়ে মজুরী কমিশনের চুক্তিভিত্তিক শ্রমিকদের বেতন সংক্রান্ত সকল কার্যক্রম সমাপ্ত করে কেরুর শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কেরুজ আনন্দবাজার মন্দির সংলগ্ন স্থানে ৩ শতাধিক শ্রমিক কর্মচারীদের মাঝে এ ঘোষনা দেন। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, আজ আমরা অত্যান্ত অনন্দিত। বর্তমান ইউনিয়ন ক্ষমতায় থাকাকালিন সরকারের সকল সুবিধায় আজ শ্রমিক কর্মচারীরা পরিপূর্ণ। ইতিমধ্যে এ সকল সুবিধা আদায় করতে একটি পক্ষ আমাদের বিপক্ষে তাদের নির্বাচনী সুবিধা লাভের জন্য বিরোধীতা করেছে। কিন্তু সরকার ঘোষিত এ সকল সুবিধার বিরোধীতা করে যে লাভ নেই এটা তারা হয়তো জানে না। এটা হয়তো রাজনৈতিক পরিপক্কতার অভাব বলে মনে করেন বর্তমান ইউনিয়ন। এ ঘোষনার পরপরই কেরুজ এলাকায় সকল শ্রমিক ও চুক্তিভিত্তিক শ্রমিকদের হাসি ফুটে ওঠে।