বর্তমান সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়

0
6

আলমডাঙ্গায় কুমার নদ পুনঃখনন কাজের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেছেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হয়। সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, মেট্রো রেল, উড়াল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছে। অন্যদিকে, বিএনপি-জামায়াত জোট দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।’
গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়ায় কুমার নদের পুনঃখননকাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমাকে আপনারা এমপি নির্বাচিত করেছেন, আমি যেকোনো সরকারের আমলের চেয়ে দশ গুণ বেশি কাজ করেছি। বিএনপি আমলে মানুষ ঘুমাতে পারত না। সে সময় সকাল হলে থানার সামনে মিষ্টির প্যাকেটে করে মানুষের মাথা উপহার দেওয়া হয়েছে। কিন্তু এখন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ১১ বছর মানুষ আরামে ঘুমাতে পারে, সন্ত্রাসী কর্মকা- নেই। তাই আসুন আমরা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে উন্নয়নের অংশীদার হই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী ও আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) সৈয়দ আশিকুর রহমান। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, জেলা সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস ও জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাবুল হক ঠা-ু, সাধারণ সম্পাদক সাজিবুর রহমান, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সচিব জিনারুল ইসলাম বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলম, আব্দুল মালেক, সোয়েব উদ্দীন, ভাংবাড়ীয়া ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য আমিরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সদস্য সাহিবুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য সুমন বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন, আওয়ামী লীগের নেতা আশরাফুজ্জামান নান্নু, বিল্লাল হোসেন কালু, আজাদ আলী বিশ্বাস, আসমান হাকিম, মহাবুল ইসলাম, আমিরুল প্রামাণিক, আব্দুর রাজ্জাক, আব্দুল হান্নানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
প্রকল্প সূত্র জানায়, পানি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে ৬৪-টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলাশয় পুনঃখনন প্রকল্প (১ম পর্যায়)- এর আওতায় কুমার নদী পুনঃখনন কাজ শুরু হলো।