নিউজ ডেস্ক:
নতুন কোন করারোপ না করেই বরিশাল সিটি কর্পোরেশনের ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৪০৬ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে নগর ভবনের হল রুমে সিটি মেয়র আহসান হাবিব কামাল এই বাজেট ঘোষণা করেন।
একই সাথে মেয়র কামাল ২০১৬-১৭ অর্থ বছরের সংশোধিত ১৫১ কোটি ৭৫ লাখ ৮৫হাজার ৯২১ টাকার বাজেট উপস্থাপন করেন।
নতুন প্রস্তাবিত বাজেটে সিটি কর্পোরেশনের নিজস্ব বিভিন্ন খাত থেকে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ১৭১ কোটি ৭ লাখ ৮০ হাজার ২৮ টাকা এবং সরকারি সাহায্য এবং বিভিন্ন দাতা সংস্থা থেকে সম্ভাব্য অনুদান ধরা হয়েছে ২৩৫ কোটি ৩৮ লাখ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র কামাল বলেন, নগরীতে সমস্যা অনেক চাহিদা ব্যাপক। তারপরও সুন্দর ও উন্নত নগরী গড়ার জন্য এবং নগরবাসীকে যথাযথ সেবা প্রদানের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, ১নং প্যানেল মেয়র হাজী কেএম শহীদুল্লাহ, ৩নং প্যানেল মেয়র তাসলিমা কালাম পলি, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর আলতাফ মাহমুদ সিকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল প্রমুখ।