নিউজ ডেস্ক:
বরিশাল শহরের সিটি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ইলিয়াছ ব্যাপারী (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
ইলিয়াছ বরিশাল বন্দর থানাধীন চরকাউয়া সাতানী এলাকার বাচ্চু ব্যাপারীর ছেলে।
অভিযানের নেতৃত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক রাজু আহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের সিটি মার্কেট সংলগ্ন বিআরটিসি বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে একটি কালোব্যাগসহ ইলিয়াছ ব্যাপারীকে আটক করা হয়। তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৫টি প্যাকেটের ভেতরে রক্ষিত অবস্থায় ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।