দামুড়হুদায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহের অনুষ্ঠান পন্ড
নিউজ ডেস্ক:দামুড়হুদার পুরাতন হাউলি গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুনিম লিংকনের হস্তক্ষেপে বাল্যবিবাহোত্তর অনুষ্ঠান প- হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পুরাতন হাউলি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিবাহোত্তর অনুষ্ঠানে উপস্থিত বরপক্ষের লোকজনসহ আমন্ত্রিত অতিথিরা ইউএনওর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
জানা যায়, দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলি গ্রামের ফরহাদ হোসেনের ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ের সঙ্গে একই গ্রামের আ.হালিমের ছেলে ১০ম শ্রেণির ছাত্র আবু সাঈদের গত বৃহস্পতিবার রাতে বিয়ে হয়। এরপর গতকাল শনিবার সন্ধ্যারাতে মেয়ে পক্ষের বাড়িতে বিবাহোত্তর অনুষ্ঠান শুরু হয়। একপর্যায়ে দামুড়হুদার ইউএনও এস এম মুনিম লিংকন বাল্যবিবাহের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ইউএনওর উপস্থিতি টের পেয়ে মেয়ে ও ছেলে পক্ষের লোকজন পালিয়ে যান। পরে ইউএনও মেয়ের বাড়ির রান্না করা খাবার দামুড়হুদা দারুস সুন্নাহ ইসলামিয়া আল জামিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনিম লিংকন জানান, বাল্যবিবাহ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছানোর আগেই মেয়ে ও ছেলে পক্ষের লোকজন পালিয়ে যান। অভিযুক্তদের আটক করতে থানা পুলিশকে বলা হয়েছে।