নিউজ ডেস্ক:
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের মামলায় সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির পরবর্তী দিন ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করলে এ তারিখ নির্ধারিত হয়।
আজ রবিবার সকাল ১০টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিচারক শফিউল আজমের আদালতে তাদের হাজির করা হয়। শুনানিতে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজন আদালতে হাজির ছিল।
এদিকে, পুলিশ মারধর, ভয়ভীতি ও চাপ দিয়ে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে বলে অভিযোগ করেছেন রাজধানীর বনানীর দ্য রেইন ট্রি হোটেলে দুই শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি সাদমান সাকিফ। আজ রবিবার সকালে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এ অভিযোগ করেন তিনি।
সাদমান সাকিফ বলেন, পুলিশ মারধর, চাপ ও ভয়ভীতির মাধ্যমে দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় আমার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে। আমি স্বেচ্ছায় ওই জবানবন্দি দেয়নি।
এর আগে, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকারের অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা করেন এক ভিকটিম।
আদালতে দেওয়া জবানবন্দিতে দুই ছাত্রী জানান, গত ২৮ মার্চ বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তাদের নেওয়া হয়। সেখানে তারা ধর্ষণের শিকার হন।