নিউজ ডেস্ক:
রাজধানী ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে জীবন রক্ষাকারী একটি ইনজেকশন এখন বিনা মূল্যে দেওয়া হচ্ছে। বাজারে এর দাম পাঁচ-ছয় হাজার টাকা। হার্ট অ্যাটাকের পর ধমনিতে জমাট বেঁধে যাওয়া রক্ত গলিয়ে দেওয়ার জন্য ইনজেকশনটি দেওয়া হয়।
হার্ট অ্যাটাক করে কেউ জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালের জরুরি বিভাগে গেলে তিনি বিনা মূল্যে এই ইনজেকশন পাবেন।
হাসপাতালটির পরিচালক অধ্যাপক আফজালুর রহমান বলেন, গরিব রোগীর কথা বিবেচনা করে হাসপাতালের নিজস্ব বরাদ্দ থেকে সম্প্রতি এই ইনজেকশন কেনা হয়েছে। কোনো নার্স বা চিকিৎসক এই ইনজেকশন রোগীদের দিয়ে বাইরে থেকে কিনে আনালে বা কেনার পরামর্শ দিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।