নিউজ ডেস্ক:ধর্মীয় সহিংসতার উস্কানির ইন্ধনদাতা ফ্রান্সকে বয়কটের আহবানে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে ‘এসো আলোর পথে’ নামক যুব সংগঠন মানববন্ধন করেছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে এ মানববন্ধন করে সংগঠনটি। এসময় বাংলাদেশে বিক্রি হওয়া ফ্রান্সের সকল পণ্যা বর্জনের আহবান করে ফ্রান্সকে বয়কটের ডাক দেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে “এসো আলোর পথে” যুব সংগঠনের পক্ষে থেকে হযরত মোহাম্মদ (সা.) কে কটূক্তিকারী ফ্রান্সের সর্বাধিক বিক্রয় হওয়া পণ্য সানোফি কোম্পানির ওষুধ, বিআইসি কোম্পানির টোটাল ও গার্নিয়ারসহ বাংলাদেশে জনপ্রিয় ১৪টি ফ্রান্স কোম্পানির মালামাল ক্রয়-বিক্রয় না করতে লিফলেটসহ আহবান জানানো হয়। মানববন্ধনে হাজি ফজলুর রহমানের নেতৃত্বে হাফেজ শাহিন ও আরিফুল বিশ^াসসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।