পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট জয়ের পরেই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
ড. ইউনূস শান্তকে বলেন, সরকার ও আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত। এসময় প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দেওয়া হবে।
উল্লেখ্য, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ১০ উইকেটে জয়লাভ করে। দ্বিতীয় টেস্টে টাইগাররা জেতে ৬ উইকেটে।