নিউজ ডেস্ক:
এবার মায়ামি ওপেনের শিরোপাও নিজের করে নিলেন রজার ফেদেরার। যার ফলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে মায়ামি ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
রবিবার টুর্নামেন্টের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে ৬-৩ এবং ৬-৪ সেটে হারান রজার ফেদেরার। ফাইনালে খুব সহজেই প্রতিপক্ষকে পরাজিত করেন ফেদেরার। রাফায়েল নাদালের বিপক্ষে এটা তার টানা চতুর্থ জয়।
ম্যাচ শেষে তাই ফেদেরার বলেন, ‘কী দুর্দান্তভাবেই না বছরের শুরুটা! স্বপ্নের পারফরম্যান্স এখনও চলছে। পাশে থেকে সমর্থন করার জন্য সকলকেই ধন্যবাদ। বিশেষ করে গত বছর আমার কঠিন সময়েও যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা।