নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের টেক্কা দিতে প্রস্তুত উত্তর কোরিয়া। আর তাই সামরিক বাহিনীকে পারমাণবিক ওয়ারহেডবাহী আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র (আসিবিএম) এবং উচ্চগতি সম্পন্ন রকেট ইঞ্জিনের উৎপাদন বাড়াতে নির্দেশ দিয়েছেন কিম জং উন।
বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র উত্তেজনার মধ্যে এই প্রথম ওয়াশিংটনকে হুমকি না দিয়ে শুধু নিজেদের শক্তিমত্তা বাড়ানোর হুমকি দিলেন কিম।
কেসিএনএ জানায়, প্রতিরক্ষা বিজ্ঞান একাডেমির ‘কেমিক্যাল মেটেরিয়াল ইনস্টিটিউট’ পরিদর্শনকালে কিম এ নির্দেশ দেন। এ সময় সামরিক কর্মকর্তারা তাকে আইসিবিএম এবং রকেট ইঞ্জিন উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে ব্রিফ করেন।
প্রসঙ্গত, গত বছরের শুরু থেকে এ পর্যন্ত উত্তর কোরিয়া দুটি পারমাণবিক ও আরও কয়েক ডজন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে গত জুলাই মাসে উত্তর কোরিয়া দুটি আইসিবিএম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এরপর মার্কিন প্রস্তাবে বিশ্বব্যাপী কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় দেশটির বিরুদ্ধে।
সর্বশেষ গত ২৮ জুলাই আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি, যা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে পারবে দেশটি। এ পরীক্ষার পর যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালাবে বলে হুমকি দিলে কোরীয় উপদ্বীপে নতুন করে যুদ্ধে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে যুক্তরাষ্ট্র সামরিক অভিযানের পথ ছেড়ে কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করলে উত্তেজনা কমে আসে।