অজ্ঞান পার্টির খপ্পরে জীবননগরের দুই ব্যবসায়ী
নিউজ ডেস্ক:ঢাকা ও কালীগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন জীবননগর বাজারের দুই ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস ও কালীগঞ্জ থেকে ছেড়ে আসা শাপলা এক্সপ্রেসে এ ঘটনা ঘটে। অচেতন দুই ব্যবসায়ীকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পপুলার সু স্টোরের স্বত্বাধিকারী হাজি আব্দুল মজিদের ছেলে হাসান (২৫) ব্যবসায়িক কাজে ঢাকায় যান। সেখানে দোকানের মালামাল কেনার পর গত সোমবার রাত ১১টায় রয়েল এক্সপ্রেসে করে জীবননগরের উদ্দেশে রওনা হন। পথের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন খুইয়ে তিনি অচেতন অবস্থায় জীবননগরে পৌঁছান। পরে পরিবহনের সুপারভাইজার তাঁকে জীবননগর এলাকাবাসীর সহায়তায় হাসপাতালে ভর্তি করেন।
অপর দিকে, জীবননগর হাসপাতাল সড়কের আক্তার ওয়েল্ডিংয়ের স্বত্বাধিকারী জীবননগর আশতলাপাড়ার আব্বাস উদ্দীন বকাউলের ছেলে আক্তার হোসেন (৪০) ব্যবসায়িক পাওনা টাকা আদায়ের উদ্দেশে মাগুরায় যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ থেকে জীবননগর শাপলা পরিবহন এক্সপ্রেসে ওঠেন। পথের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পড়ে প্রায় আড়াই লাখ টাকা ও মোবাইল ফোন খুইয়ে অচেতন অবস্থায় জীবননগর পৌঁছান। পরবর্তী সময়ে এলাকাবাসীর সহযোগিতায় তাঁকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।