ফেনসিডিল ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
7

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা ও দামুড়হুদায় র‌্যাবের পৃথক অভিযানে ফেনসিডিল, ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ও গভীর রাতে পৃথক এ অভিযান পরিচালনা করে ঝিনাইদহ র‌্যাব-৬-এর একটি অভিযানিক দল।
ঝিনাইদহ র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৩ অক্টোবর গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়ীয়া গ্রামের বটতলা বাজার নামকস্থানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ২১৯ বোতল ফেনসিডিলসহ কামাল হোসেন (৩০) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। কামাল হোসেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর গ্রামের মনির হোসেনের ছেলে। এর আগে একই দিন সন্ধ্যা ছয়টার দিকে দর্শনা কেরু এ্যান্ড কোম্পানী চত্বরে অবস্থিত কেরুজ জামে মসজিদের পাশে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে অন্তর আলী (২৩) নামের একজন মাদক ব্যবসায়ীকে ৩৫০ পিস ইয়াবাসহ আটক করা হয় বলেও র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আটক দুজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা করে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে ঝিনাইদহ র‌্যাব-৬।