ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ইকরামুল আটক

0
11

জীবননগর সুবলপুরে র‌্যাবের মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার সুবলপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩৮ বোতল ফেনসিডিলসহ ইকরামুল নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া ইকরামুল উপজেলার সুবলপুর গ্রামের মৃত আবু বকরের ছেলে। জানা যায়, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব ৬-এর একটি চৌকস দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে জীবননগর উপজেলার সুবলপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার সুবলপুর গ্রামের মৃত আবু বকরের ছেলে ইকরামুল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ২৩৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটক হওয়া আসামির কাছ থেকে একটি মোবাইল ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া মাদক ও আটক আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।