ফেনসিডিলপাচার করার সময় ফরিদপুরের দুই যুবক আটক

0
8

নিউজ ডেস্ক:ফেনসিডিলপাচার করার সময় ফরিদপুরের দুই যুবককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। গতকাল রোববার বিকেল ৫টার দিকে শহরের পুলিশ লাইনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন ফরিদপুর কোতয়ালীথানার সুবারনপুর গ্রামের সুইজ গেটপাড়ার সাধন দাসের ছেলে শুসেন দাস (২০) একই এলাকার ইয়াদ আলীর ছেলে আবির তালুকদার (১৭)। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) একরামুল হোসেনসহ ফোর্স নিয়ে পুলিশ লাইনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের পরে তাদের শরীর তল্লাশি করে দুজনের মাজায় বিশেষ কায়দায় রাখা ২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক মামলা করেছে। আজ গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হবে।