নিউজ ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দাভাও অরিয়েন্টাল প্রদেশে রবিবার দুপুরের আগে ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রের উপকূলে।
ফিলিপাইন ইনস্টিটিউট অব সিসমোলোজি এন্ড ভলকানোলোজি এ কথা জানায়।
ইনস্টিটিউট জানায়, স্থানীয় সময় বেলা ১১ টা ১২ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল মানয় শহর থেকে ৯৬ কিলোমিটার দক্ষিণপূর্বে ভূগর্ভের ১০১ কিলোমিটার গভীরে।
ইনস্টিটিউট আরো জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছেই টেকটোনিক প্লেট, পরবর্তী অনেকগুলো কম্পন সৃষ্টি হলেও কোন ক্ষয়-ক্ষতি হয়নি।