ফসলি জমিতে ট্রাক!

0
11

নিউজ ডেস্ক:গাংনী শহর থেকে সাহারবাটি যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ফসলি জমিতে উল্টে যায়। এতে ট্রাকে থাকা চালকের দুই সহকারী আহত হন। আহত ব্যক্তিরা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলার মারুফ হোসেন (১৭) ও একই এলাকার নুর ইসলামের ছেলে শাকিল (১৮)। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুঘর্টনাকবলিত ট্রাকটির নম্বর কুষ্টিয়া ট-১১-২১৮৪।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ট্রাক সাহারবাটি বাজারে সবজি বোঝাই করতে যায়। এ সময় ট্রাকটি বেপরোয়া গতিতে চালছিল। অন্যদিকে, আরেকটি ট্রাক বিপরিত দিক থেকে আসার ফলে তাকে সাইড দিতে গিয়ে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে তালগাছ, বাবলাগাছ ও পরে একটি বিদ্যুতের পোলের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশের একটি ফসলি জমিতে উল্টে যায়। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।