নিউজ ডেস্ক:
অবকাশযাপনে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি না দিলে যেন পুরো বিষয়টাই অসম্পূর্ণ থেকে যায়। রীতি মেনে তাই একটি ছবি শেয়ার করেছিলেন এক প্রেমিক যুগল।
যদিও তারা ক্ষুণাক্ষরেও ভাবতে পারেননি ছবিটি মুহূর্তে মধ্যে ভাইরাল হয়ে যাবে কিংবা সেটি নিয়ে সংবাদ প্রকাশ হবে। কিন্তু তাই হয়েছে। রাতের আবছা অন্ধকারে একটি পাম গাছের সামনে দাঁড়িয়ে ছবিটি তোলা হয়েছিল।
দ্য আর্চবিশপ অব বান্টারবারি নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে ছবিটি শেয়ারের পরেই তা ভাইরাল হয়ে যায়। ছবিটিতে শিরোনাম দেয়া হয়েছিল, ‘ধুর, আমি ভেবেছিলাম সে পাম গাছটিই ধরে আছে!’ আপাতদৃষ্টিতে ছবিটি দেখলে তাই মনে হয়। কিন্তু আদতে ওই নারীর হাতে কোনো গাছ নেই।
সূত্র : ডেইলি মেইল