আন্দুলবাড়ীয়ার অনন্তপুরে ফুলকপির চারা কেটে সাবাড়
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের অনন্তপুরে পূর্বশত্রুতার জেরে ৯ প্রান্তিক চাষির ফুলকপির চারা কেটে সাবাড় ও বীজতলা বিনষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাতে অনন্তপুর মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন অনন্তপুর গ্রামের ইশরাক আলী, রফিকুল ইসলাম রানা, সাইদুল, ডাবু, ভদু, রফিকুল ইসলাম রফিক, বিল্লাল হোসেন, নওশের আলী ও আব্দুল আলীম। এ ঘটনায় তাঁদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষাধিক টাকা বলে তাঁরা জানিয়েছেন। খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার ও কৃষি উপসহকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে প্রতিবছর এ ধরনের ঘটনা ঘটে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও ন্যক্কারজনক। এ ঘটনা যে ব্যক্তিই ঘটাক না কেন, প্রশাসনের সহযোগিতা নিয়ে তাদের খুঁজে বের করা হবে।