নিউজ ডেস্ক:
২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটকে উন্নয়নের ধারাবাহিকতার বাজেট বলে অভিহিত করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার এক বিবৃতিতে পার্টির পলিটব্যুরোর সদস্যরা এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ব্যাংকে টাকা গচ্ছিত রাখা ও উঠানোর ক্ষেত্রে আবগরী শুল্ক বৃদ্ধি করা, সঞ্চয়পত্রের সুদের হার সম্পর্কে গৃহীতব্য পদক্ষেপের কারনে মানুষ ব্যাংকে টাকা রাখবে না। সঞ্চয়পত্রের সুদের হার সম্পর্কে কোন ব্যবস্থা গৃহীত হলে তাতে মধ্যবিত্ত ও পেনশনভোগীরা বিশেষভাবে ক্ষতির মুখে পড়বে। অন্যদিকে ব্যাংকে অর্থ গচ্ছিত না রেখে তা পাচার হয়ে যাবে।
বাজেটের উচ্চাভিলাষ সম্পর্কে যে অভিযোগ তোলা হচ্ছে সে সম্পর্কে বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি যে হারে বৃদ্ধি পচ্ছে তাতে উচ্চাভিলাষী লক্ষ্য নিরূপন করা দোষের কিছু নয়। বরং বাজেটের বৃহদায়তন তার বাস্তবায়নের যে দায়িত্ব তুলে দিল সেই সক্ষমতা অর্জন করতে পারলে অর্থনীতি আরও কয়েক ধাপ এগিয়ে যাবে।