নিউজ ডেস্ক:
শিক্ষক কর্মচারীদের ৫ শতাংশ বেতন বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, পূর্ণাঙ্গ উৎসবভাতাসহ ৬ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে শিক্ষক সমিতি চট্টগ্রাম।গতকাল রবিবার সকালে মানববন্ধন ও সমাবেশ শেষে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের ৯৫ শতাংশ শিক্ষার দায়িত্ব পালন করেও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অবহেলার শিকার। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ও চিকিৎসাভাতা ন্যূনতম। উৎসব ভাতা পায় মূল বেতনের ২৫ শতাংশ। পাচ্ছে না পদোন্নতি, ইনক্রিমেন্ট ও পেনশন সুবিধা।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত মানববন্ধন ও সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রণজিৎ নাথের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, বাশিস বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ কানুনগো, উপদেষ্টা শান্তিরঞ্জন চক্রবর্তী, মনিকা সেন, বিচিত্রা চৌধুরী, নুরুল হক সিদ্দিকী, মো. জানে আলম, খুরশীদ রোকেয়া, মো. মাঈনউদ্দীন, মো. মেজবাহ, সুভাষ চৌধুরী, স্বপ্না বড়ুয়া, মো. জাকের হোসেন, মো. ফিরোজ চৌধুরী, নির্মল কান্তি দাশ, মো. সেলিম, মুকুল ভট্টাচার্য, শ্যামল দে, বরুণ চক্রবর্তী, রতন চৌধুরী, মো. মহসিন, মো. আবু বক্কর, আমির হোসেন প্রমুখ।