নিউজ ডেস্ক:
ছক্কা মেরে হাফ সেঞ্চুরি। এরপর মারকুটে ব্যাটিং ও চার ছক্কার ফুলঝুড়ি ছিটিয়ে সেঞ্চুরি করলেন বাংলাদেশের রান মেশিন খ্যাত তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
নিয়ে গেলেন নিজেকে অনন্য উচ্চতায়। প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে তুলে নিলেন ওয়ানডে সেঞ্চুরি। আর ব্যাট হাতে পারফরম্যান্সের প্রমাণ দিয়ে জবাব দিলেন সব সমালোচনার।
১০ চার ও ২ ছক্কায় মাত্র ১০৮ বল খেলে সেঞ্চুরি তুলে নেন টাইগারদের টেস্ট স্কিপার। বলা যায় দক্ষিণ আফ্রিকায় স্রোতের বিপরীতে ব্যাট করে সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। হাত খুলে ব্যাট চালিয়েছেন মুশি।
এর আগে ৬৭ রানে ব্যক্তিগত ৩১ রানে ইমরুল কায়েস আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন মুশফিক। কিন্তু ধীরগতির নীতিতে না চলে এখনও পর্যন্ত স্বাচ্ছন্দ্যে ব্যাট করছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ২৩৯ রান।
তাকে দারুণ সঙ্গ দিচ্ছেন নাসির। ।