নিউজ ডেস্ক:
বছরের প্রথম প্রান্তিকেই গাড়ি সরবরাহের রেকর্ড গড়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। চলতি বছরের প্রথম তিন মাসে ২৫ হাজার গাড়ি সরবরাহ করেছে টেসলা। আর আগের বছরের তুলনায় এ প্রান্তিকে প্রতিষ্ঠানটির সরবরাহ বেড়েছে ৭০ শতাংশ।
রোববার এক বিবৃতিতে টেসলা জানায়, সরবরাহ করা গাড়িগুলোর মধ্যে মডেল এস সেডান রয়েছে ১৩৪৫০টি এবং মডেল এক্স এসইউভি রয়েছে ১১৫৫০টি। প্রতিষ্ঠানটি আরও জানায় চলতি বছরের প্রথমার্ধে ৪৭,০০০ থেকে ৫০,০০০ হাজার মডেল এস এবং মডেল এক্স গাড়ি সরবরাহ করার প্রত্যাশা করছে তারা।
টেসলার পক্ষ থেকে আরও জানানো হয়, বছরের প্রথম প্রান্তিকে আরও ৪৬৫০টি গাড়ি গ্রাহকের কাছে পৌঁছানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কিন্তু এগুলো দ্বিতীয় প্রান্তিকের সরবরাহ হিসাবের মধ্যে যোগ হবে। এ প্রান্তিকে রেকর্ড ২৫৪১৮টি গাড়ি সরবরাহ করেছে তারা।