নিউজ ডেস্ক:
বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে নেতৃত্ব দিয়েছিলেন হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের প্রথম হাফ সেঞ্চুরিয়ান এবং টেস্ট ক্রিকেটে দেশের প্রথম তিন হাজার ক্লাবের সদস্যও তিনি।
বাংলাদেশ প্রথম ওয়ানডে ম্যাচ খেলে ১৯৮৬ সালে। কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ক্রিকেটারদের কাছে জয় ছিল সোনার হরিণ। হাবিবুল বাশারের নেতৃত্বেই ২০০৫ সালে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয় করেছিল।
প্রায় এক দশক আগে ২০০৭ সালে ওয়ানডে থেকে অবসরে যান হাবিবুল বাশার। এরপরের বছরের টেস্টকেও বিদায় জানান। কিন্তু এখনো বাংলাদেশের সেরা ব্যাটম্যান ও অধিনায়কদের একজন হিসেবে বিবেচিত হন তিনি। এ বছর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ ক্রিকেটের পর সবচেয়ে আসর চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের শুভেচ্ছা দূত নির্বাচিত হন হাবিবুল বাশার। ১৭ আগস্ট হাবিবুল বাশারের জন্মদিন। শুভ জন্মদিন হাবিবুল বাশার !