নিউজ ডেস্ক:
নৌযান শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের জন্য নৌ ধর্মঘট পালন করার কথা থাকলেও সেই নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
নৌযান শ্রমিক ফেডারেশনসহ অন্যান্য শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়। শ্রম ভবনে শ্রম পরিদফতরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে দাবি দাওয়া পূরণে তাদের আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
নৌযান শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ২১ দফা দাবির মধ্যে ছিল, ভারতের কারাগারে আটক আট নাবিককে দ্রুত মুক্ত করে মর্যাদা সহকারে দেশে ফেরত আনার ব্যবস্থা করা, বাংলাদেশের কারাগারে আটক নাবিকদের অবিলম্বে মুক্তি দেয়া, ভারতগামী জাহাজের মাস্টার-চালক ও নাবিকদের উপযুক্ত পরিচয়পত্র দিয়ে ভারতে নিরাপদ অবস্থানের ব্যবস্থা করা, বন্ধ রাখা তেলবাহী জাহাজ দ্রুত চলাচলের ব্যবস্থা করা, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সহ অন্যান্য।