প্রতিবন্ধী ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

0
12

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জলকার মাজদিয়ায় ২৪ বছরের স্বামী পরিত্যক্তা এক প্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার হয়েছেন। গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক আলামিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলামিন একই গ্রামের তরকারী বিক্রেতা নরুন্নবীর ছেলে। সুবর্নাসরা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সাকিল খান জানান, মঙ্গলবার দুপুরে ওই স্বামী পরিত্যক্তা মাঠে ছাগল চরাতে যান। এ সময় আলামিনও মাঠে ছিলেন। মাঠে একা পেয়ে তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান ধর্ষক দুই সন্তানের জনক আলামিন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলার সোনালীডাঙ্গা গ্রাম থেকে মঙ্গলবার রাত আটটার দিকে ধর্ষক আলামিনকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, ধর্ষিত ওই নারীর বিয়ের পর সন্তান প্রসব করতে গিয়ে অঙ্গহানী ঘটে। এরপর তাঁর স্বামী তালাক দেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে এএসআই সাকিল খান জানান।