পৌর শহরে স্কুলছাত্রীকে ধর্ষণ : ধর্ষক আটক

0
11

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা পৌর শহরের হাটকালুগঞ্জ এলাকায় মাঝরাতে এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে চাচার বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুুক্ত দামুড়হুদা উপজেলার দর্শনা মদনা গ্রামের সজিব (২০) নামে এক যুবকসহ ওই স্কুলছাত্রীকে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী বাদি হয়ে অভিযোগ দায়ের করলে অভিযুক্তকে আটক দেখায় পুলিশ। গতকাল বুধবার সকালের দিকে তাদেরকে থানা হেফাজতে নেয় পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ মাস ধরে সজিবের সাথে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সজিব গত কয়েকদিন আগে হাটকালুগঞ্জ এলাকায় তার চাচার বাড়িতে বেড়াতে আসে। গত মঙ্গলবার রাতে সজিব মোবাইল ফোনে কল দিয়ে তার চাচার বাড়ির সামনে যেতে বলে। ওই স্কুলছাত্রী সজিবের চাচার বাড়ির সামনে গেলে তাকে ঘরের ভিতর ঢুকিয়ে নেয় এবং ওই স্কুলছাত্রীকে ফুসলিয়ে জোরপূর্বক কয়েকবার ধর্ষণ করে। এ ঘটনা স্থানীয়রা জানতে পারলে, তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে সজিবসহ ওই স্কুলছাত্রীকে থানা হেফাজতে নেয়। এ বিষয়ে চুয়াডঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তসহ ওই স্কুল ছাত্রীকে থানা হেফাজতে নেয়। পরে ওই স্কুলছাত্রী অভিযোগ দায়ের করে। এবিষয়ে আমরা আটক অভিয্ক্তু সজিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।