পৌরসভার নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে

0
10

সোলার লাইটিং উদ্বোধনকালে এমপি সাহিদুজ্জামান খোকন
নিউজ ডেস্ক:

মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেছেন, গাংনী পৌরসভার মানুষ আগামী এক বছরের মধ্যে চার লেনের সড়ক পাবে। এতে ব্যবসা-বানিজ্যে এগিয়ে যাবে গাংনী উপজেলা। পৌর এলাকাজুড়ে ইতিমধ্যে সোলার লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন অলিগলি ও পাড়া-মহল্লার সড়কগুলো পাকাকরণ করা হয়েছে। এ ছাড়াও পৌর এলাকার প্রায় ২০টি উন্নয়নমূলক কাজের জন্য ডিও-লেটার দেওয়া হয়েছে। পৌর এলাকায় ব্যাপক উন্নয়নের মাধ্যমে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। গতকাল শনিবার বিকেলে গাংনী বাজারে সোলার লাইটিং ও রাস্তা পাকাকরণ উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। পাঁচ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তেতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ^াস, পৌরসভার প্যানেল মেয়র মলিদা খাতুন, পৌর প্রকৌশলী সেলিম রেজা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালিদ আল জাবের প্লাবন, ছাত্রলীগ নেতা আবির হামজা প্রমুখ।